ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাইন সংস্কার

সুনামগঞ্জের ৫ উপজেলায় ৯ ঘণ্টা লোডশেডিং থাকবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সুনামগঞ্জের ৫ উপজেলায় ৯ ঘণ্টা লোডশেডিং থাকবে

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-ছাতক বিদ্যুৎ সঞ্চালন ৩৩ কেভি লাইনের সংস্কার কাজের জন্য সুনামগঞ্জ সদরসহ পাঁচ উপজেলায় নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ লোডশেডিং থাকবে।



উপজেলা গুলো হচ্ছে, সুনামগঞ্জ সদর, দিরাই, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক। এর মধ্যে পল্লী বিদ্যুতের আওয়তায় থাকায় দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক উপজেলায় আংশিক বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকবে।

এ ব্যাপারে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বরাত দিয়ে সোমবার (০৭ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ৮টায় সুনামগঞ্জ শহরে মাইকিং করা হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়,  ছাতক-সুনামগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন ঝুকিপূর্ণ হয়ে গেছে। এ কারণে সুনামগঞ্জ সদরসহ পাঁচটি উপজেলায় যখন তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে সঞ্চালন লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে। এ কারণে মঙ্গলবার ছাতক উপজেলার (আংশিক) ১৯ হাজার বিদ্যুৎ গ্রাহক, সুনামগঞ্জ সদর উপজেলার ১৫ হাজার, দিরাই-শাল্লা উপজেলার নয় হাজার এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুই হাজার বিদ্যুৎ গ্রাহক নয় ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান বাংলানিউজকে জানান, সকাল ৮টা থেকে বিদ্যুৎ কর্মচারীরা কাজ শুরু করবে তা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ফলে নয় ঘণ্টা ওই পাঁচ উপজেলার ৪৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।

৩ ডিসেম্বর ছাতক-সুনামগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্কার কাজ শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।