ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে শহীদ মিনার চত্বরে উচ্ছেদ অভিযান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ধুনটে শহীদ মিনার চত্বরে উচ্ছেদ অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা তিনটি দোকনঘর উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান।



ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, ধুনট পৌর এলাকার চরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান মজনু দীর্ঘদিন ধরে শহীদ মিনার চত্বরে অবৈধভাবে তিনটি দোকানঘর তুলে ভাড়া দিয়ে আসছিলেন। অবৈধ দোকানঘরগুলো অপসারণের জন্য বার বার তাগিদ দিয়েও কোনো কাজ না হওয়ায় দুপুরে সেগুলো উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।