ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘পানিতে ডুবেই নীরবের মৃত্যু হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
‘পানিতে ডুবেই নীরবের মৃত্যু হয়েছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ম্যানহোলের পানিতে ডুবেই শিশু সাইফুল ইসলাম নীরবের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের পর জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কাজী আবু সামা।

ময়না তদন্ত শেষে তিনি সাংবাদিকদের বলেন, নীরবের পেট, ফুসফুসসহ শরীরে পানি পাওয়া গেছে।

তার নাকে কাদা ও ফেনা পাওয়া গেছে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। সাঁতার না জেনে থাকলে সুয়ারেজ লাইনে পড়ার সাত-আট মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডোবার পর ছটফছ করার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে কেটে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় নীরবের ময়নাতদন্ত শেষে ডা. কাজী আবু সামা এ কথা বলেন। এর আগে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের চার সদস্যের বোর্ড নীরবের ময়নাতদন্ত করেন। বোর্ডের সদস্যরা হলেন- ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কাজী আবু সামা, ডা. কাজী শফিউজ্জামান, ডা. প্রদীপ বিশ্বাস ও ডা. কবির হোসেন।

ময়নাতদন্তের পর নীরবের বাবা মো. রেজাউল বাংলানিউজকে জানান, মৃতদেহ বুঝিয়ে দেওয়া হলে মাদারিপুর জেলার ডাসার পশ্চিম বনগ্রামে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সেখানেই নীরবের মৃতদেহ দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকায় সুয়ারেজ লাইনে পড়ে যায় শিশু নীরব। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর রাত ৮টা ২০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয় তাকে। কিন্তু তার আগেই নিভে যায় তার প্রাণ।

উদ্ধারের পরপরই নীরবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

** নীরবের ময়নাতদন্ত করছে ঢামেক ফরেনসিক বোর্ড
** নীরবের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি
** খেলতে গিয়ে ম্যানহোলে পড়ে যায় শিশু নীরব
** উদ্ধারের আগেই নিভে যায় নীরবের প্রাণ
** শিশু নীরবকে মৃত ঘোষণা চিকিৎসকের
** ‘খোলা ম্যানহোলের ঢাকনা বন্ধে ব্যবস্থা নিতে হবে’
** ম্যানহোলে পড়া শিশু নীরব ঢামেকে
** ম্যানহোলে পড়া শিশু নীরব উদ্ধার বুড়িগঙ্গায়
** এখনও খোঁজ নেই শিশু নীরবের, উদ্ধার কাজ চলছে
** শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।