ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাখি শিকার করার দায়ে ৩ ব্যক্তির জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
পাখি শিকার করার দায়ে ৩ ব্যক্তির জেল-জরিমানা

সাতক্ষীরা: পাখি শিকার করার দায়ে সাতক্ষীরায় তিন ব্যক্তিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আব্দুল সাদী এ আদেশ দিয়েছেন।



এরা হলেন- পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামের মৃত ওয়াজেদ আলী মোড়লের ছেলে কাওছার এবং একই এলাকার মৃত সিরাজুল গাজীর ছেলে সালাম গাজী ও ফারুক মোড়েলের ছেলে ফয়সাল হোসেন।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে পাখি শিকাররত অবস্থায় তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি এয়ার গান ও শিকারকরা সাতটি বক পাওয়া যায়।  

বুধবার সকালে ওই তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক কাওছার মোড়লকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সালাম গাজী ও ফয়সালকে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।