ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

ময়মনসিংহের ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ময়মনসিংহের ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মোট ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পালিয়ে যাওয়ার আশঙ্কায় আসামিদের মধ্যে রেজাউল ইসলাম ছাড়া আর কারো নাম প্রকাশ করেননি প্রসিকিউশন।



বুধবার (০৯ ডিসেম্বর) এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে দুই সদস্যের ট্রাইব্যুনাল। প্রসিকিউটর মোহাম্মদ আলী গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান।

আগামী ০৪ ফেব্র্রুয়ারি একই মামলার ওই আট আসামির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর মোহাম্মদ আলী জানান, রেজাউলসহ ৮ জনের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের  অভিযোগে মামলা রয়েছে। দু মামলাটির তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা প্রয়োজন বলে জানান প্রসিকিউটররা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এমএইচপি/এএসআর

** খালেক মণ্ডলসহ দু’জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৪ ফেব্রুয়ারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।