ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জয়িতাদের সংবর্ধনা-সেলাই মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ঝিনাইদহে জয়িতাদের সংবর্ধনা-সেলাই মেশিন বিতরণ

ঝিনাইদহ: বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঝিনাইদহে জেলা ও সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।



জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা খানম, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মানোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ ১০ জন জয়িতাকে সংবর্ধনা ও ছয়জন দুস্থ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।