ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনের পরিচালনা বিধিমালায় কিছু ক্ল্যারিক্যাল মিসটেক (করনিক ভুল) হয়েছে। এগুলো সংশোধন করেই প্রার্থীদের প্রতীক দেওয়া হবে।
বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
গত ২৩ নভেম্বর (সোমবার) নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে প্রতীক বরাদ্দের একটি বিধির- এক উপবিধি ও কয়েকটি দফায় ভুল করা হয়েছে। যা ক্ল্যারিক্যাল মিসটেক বলে মনে করছেন সচিব সিরাজুল।
তিনি বলেন, একটি বিধিতে কিছু দফায় পরিবর্তন আনতে হবে। এতে উপবিধি (২)-এর জায়গায় উপবিধি (১) হবে। আবার দফা (ক)-এর জায়গায় (খ) হবে। আবার (খ)-এর জায়গায় (ক) হবে। তাই এটি বড় কোনো ভুল নয়। যা পরিবর্তন করতেও কোনো সমস্যা নেই। এটি পরিবর্তন করেই নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ভুলগুলো সংশোধনের প্রক্রিয়া হাতে নিয়েছে কমিশন।
গত ২৪ নভেম্বর তফসিলে ঘোষণার পরপরই মন্ত্রী-এমপিদের প্রচারণার সুযোগ চেয়ে আওয়ামী লীগ নির্বাচন আচরণ বিধিমালায় এবং প্রাথমিকভাবে একাধিক প্রার্থীর মনোনয়ন দেওয়ার বিধান আনতে বেশ কয়েকটি দল নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন আনার দাবি জানিয়েছিল। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তখন বলেছিলেন- তফসিল ঘোষণার পর নির্বাচনের এই পর্যায়ে বিধিমালা সংশোধন করা ঠিক হবে না। তবে বাস্তবে সংশোধন তো করতেই হচ্ছে।
আগামী ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এক্ষেত্রে ১৩ ডিসেম্বরের মধ্যেই প্রতীক বরাদ্দের বিধানে সংশোধন আনতে হচ্ছে। ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় ভোটগ্রহণ করবে ইসি। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ হবে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
ইইউডি/আইএ
** ১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা নয়
** বিধিমালার ভুল সংশোধন না হলে পৌর নির্বাচন বন্ধ
** পৌর নির্বাচনের প্রচারণা শুরু