ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বগুড়ায় ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ী আটক ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার সবুজবাগে মোটরসাইকেলে ফেন্সিডিল বহন করায় দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন-র‌্যাব। তারা হলেন, মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (২৪) ও শাহজাহান আলী (২৩)।



বুধবার (০৯ ডিসেম্বর) র‌্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দুই ব্যক্তির কাছ থেকে ৭১টি ফেন্সিডিলের বোতল জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের সবুজবাগ কারমাইকেল রোড এলাকায় র‌্যাবের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটক আনোয়ার হোসেন জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে ও শাহজাহান আলী একই গ্রামের বাবু হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকরা দীর্ঘদিন ধরে বগুড়াসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।
 
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।