ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্যারাসিটামল দিয়ে সমবায় জীবিত রাখবো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
প্যারাসিটামল দিয়ে সমবায় জীবিত রাখবো ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘মাথা কেটে নয়, প্যারাসিটামল দিয়ে সমবায়কে জীবিত রাখবো। সমবায়ের সঙ্গে সাংঘর্ষিক নীতিমালা থাকলে সেগুলো আলোচনা করে সমবায়বান্ধব করা হবে’ এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।


 
বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতিসংঘের নেওয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি লক্ষ্য অর্জনে সমবায়ের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
সম্প্রতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. আ. মান্নান খান।
 
মশিউর রহমান রাঙ্গা বলেন, সমবায়ের মাধ্যমেই এগিয়ে যাচ্ছে দেশ। তাই এমন কোনো আইন করবো না- যে আইনের মাধ্যমে সমবায়ের মাথা কেটে ফেলতে হয়। আইন অবশ্যই সমবায়বান্ধবই হবে।

সমবায় ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রতিমন্ত্রীর জানা নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়ন হবে। আবার যদি ৫ জানুয়ারির মতো আগুন সন্ত্রাস ফিরে আসে তাহলে দেশ অনেক পিছিয়ে যাবে।
 
প্রধানমন্ত্রীর প্রশংসা করে রাঙ্গা বলেন, উনার (প্রধানমন্ত্রী) চোখ আমাদের মতো নয়, ডাক্তারি ভাষায় এটি ক্যামেরা চোখ। প্রধানমন্ত্রী কোনো জিনিস একবার দেখলে দ্বিতীয় বার দেখতে হয় না। উনার ভালো গুণের কারণেই দেশ আজ এগিয়ে যাচ্ছে।
 
অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য ও সুনির্দিষ্ট টার্গেট বাস্তবায়নের অন্যতম সামাজিক হাতিয়ার হবে ‘সমবায়’।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সমবায় বিভাগের সাবেক সচিব ধীরাজ কুমার নাথ, সমবায় অধিদফতরের ঢাকা বিভাগের যুগ্ম নিবন্ধক মো. রুহুল আমিন, দ্য সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস লিমিটেডের চেয়ারম্যান নির্মল রোজারিও প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।