চাঁদপুর: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেছেন, বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপকতা হঠাৎ করে বেড়েছে। কিন্তু সে অনুসারে প্রশিক্ষিত জনশক্তি কাজ করার সুযোগ পাচ্ছে না।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ ধরনের সুযোগ করে দিচ্ছে না। কাজ করতে হলে সাংবাদিকদের প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে হবে। না হলে পেশাগত কাজ যথাযথভাবে সম্পাদন করতে পারবে না।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। ইতোমধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এ ট্রাস্ট্রের সদস্য তৈরির মাধ্যমে সারাদেশে সাংবাদিকদের একত্রিত করার চেষ্টা করা হবে।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উত্তরা ইউনিভার্সিটির মিডিয়া পরিচালক রহমান মুস্তাফিজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত প্রমুখ।
৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআর