ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ বদ্ধভূমিতে প্রদীপ প্রজ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
গোপালগঞ্জ বদ্ধভূমিতে প্রদীপ প্রজ্বলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: সারা বিশ্বে যারা গণহত্যার শিকার হয়েছেন, গোপালগঞ্জ বদ্ধভূমিতে প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভার মধ্য দিয়ে তাদের স্মরণ করা হয়েছে।

আর্ন্তজাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।



যারা গণহত্যার শিকার হয়েছেন তাদের উদ্দেশে এ কর্মসূচির শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা সিকদার নুর মোহাম্মদ দুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী, সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।