ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাণীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
রাণীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিত

ঢাকা: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (০৯ ডিসেম্বর) এ আদেশ দেন।



রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও মাহফুজুল আলম মুন্না।

সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে শরীফুল ইসলাম নামের এক কাউন্সিলর প্রার্থী এ রিট করেন।

আদালত স্থগিতাদেশের পাশাপাশি রুলও জারি করেন। রুলে সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই তফসিল ঘোষণা কেন বে-আইনি হবে না তা জানতে চাওয়া হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯,২০১৫
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।