ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব মানবাধিকার দিবসে চাঁদপুরে মানববন্ধন-র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বিশ্ব মানবাধিকার দিবসে চাঁদপুরে মানববন্ধন-র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর সম্মিলিত মানবাধিকার পরিষদের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শপথ চত্বরে জেলার ২০টি মানবাধিকার সংগঠনের কর্মীরা এ কর্মসূচি পালন করেন।



দিবসটি উপলক্ষে ওই চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোটারি ভবনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় সভায় বক্তব্য রাখেন, সম্মিলিত মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মো. ইউছুফ গাজী, মানবাধিকার কর্মী বিপ্লব সরকার ও ডা. শেখ মহসীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।