ঢাকা: রাশিয়া থেকে পাঁচটি এমআই-১৭১ মাল্টিরোল হেলিকপ্টার এনেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ হেলিকপ্টার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘রাশিয়ান হেলিকপ্টার্স’।
নতুন এই হেলিকপ্টারগুলোয় আধুনিক নেভিগেশন সিস্টেম সংযুক্ত রয়েছে। এর ফলে এগুলো যেকোনো সময় যেকোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম বলে জানিয়েছে রুশ প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে রাশিয়ান হেলিকপ্টার্স বলে, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঁচটি এমআই-১৭১ কমব্যাট-ট্রান্সপোর্ট হেলিকপ্টার বুঝিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ এই হেলিকপ্টারগুলো জাতিসংঘের মানবিক কার্যক্রম ও মিশনে ব্যবহারের পরিকল্পনা করেছে। সেই সঙ্গে যোগাযোগ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতেও ব্যবহার হবে এগুলো।
রাষ্ট্রীয় ঋণের আওতায় হেলিকপ্টারগুলো কিনেছে বাংলাদেশ। ২০১৩ সালের শেষ দিকে রুশ রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবোরোনেক্সপোর্ট’র সঙ্গে বাংলাদেশের এ সংক্রান্ত একটি চুক্তি হয়।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচ