ঢাকা: দেশের ভাবমূর্তি নষ্ট করতেই অভিজিৎসহ ব্লগার, লেখক, প্রকাশক, ধর্মযাজক, মুয়াজ্জিন, বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। যারা উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায় তারাই এসব হত্যাকাণ্ড সংঘঠিত করছে।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপ লাউঞ্জে ‘বিজয়ের গান’ ভিডিও ও গানের সিডি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
স্থপতি বুশরা শাহরিয়ারের লেখা ‘বিজয়ের গান’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও বুশরা শাহরিয়ার নিজেই। বিজয়ের ৪৪ বছর উপলক্ষে গানটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের শুরু আছে, শেষ নেই। নতুন নতুন অর্জন দিয়েই আমাদের বিজয় উদযাপন করতে হবে। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র সমস্ত অর্জনকে ধুলায় মিশিয়ে দিতে চায়, তারা চলমান অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু দেশের তরুণ প্রজন্ম তা কখনোই তা হতে দেবে না।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের চেতনাকে যারা বুকে ধারণ করে, তারাই বিজয় অর্জন করতে পারে। একাত্তরের বিজয়ের চেতনা ধারণ করে বলেই সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, দারিদ্র্যের বিরুদ্ধে মহাজোট সরকার বিজয় অর্জন করে চলেছে।
তিনি বলেন, পঁচাত্তরের পর সামরিক শাসকরা দেশের সংস্কৃতিকে পাথর চাপা দিয়েছিল। মহাজোট সরকার সে পাথর সরিয়ে বাংলাদেশকে আলোর পথে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, মুক্তির গান ও বিজয়ের গানের মধ্যে সেতুবন্ধ রচনা করেছে বাপ্পা ও বুশরার এই গান।
গানটি ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক-শ্রোতার কাছে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান পলক।
অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান ও গানটির দুই শিল্পী বাপ্পা মজুমদার ও বুশরা শাহরিয়ার।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমএইচপি/এএসআর