ঢাকা: রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরবের মৃত্যুর ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে রোববার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার আব্দুল হালিম।
রিট আবেদনে ঢাকা শহরে কতগুলো ঢাকনা এবং ঢাকনাবিহীন ম্যানহোল আছে তার তালিকা আদালতে তলবের নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া যে স্থানে পড়ে নীরব মারা গেছে সেই স্থানটি সিটি করপোরেশন নাকি ওয়াসার তা জানাতেও নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনগত কী ব্যবস্থা নিয়েছেন তা জানতে চেয়ে নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকালে ম্যানহোলে পড়ে যায় ৫ বছরের শিশু সাইফুল ইসলাম নীরব শিশু নীরব। চারঘণ্টা পর বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩,২০১৫
ইএস/বিএস