ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় মিছিলে মুখরিত পল্টন-প্রেসক্লাব এলাকাও

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিজয় মিছিলে মুখরিত পল্টন-প্রেসক্লাব এলাকাও ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিলে সব যুদ্ধাপরাধীর রায় দ্রুত বাস্তবায়ন ও জামায়াতকে নিষিদ্ধের দাবি উঠেছে। বিভিন্ন ব্যানার হাতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা বিজয় র‌্যালি বের করে।



বুধবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর প্রেসক্লাব, দৈনিক বাংলা মোড়, পল্টন থেকে র‌্যালি নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হয় নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার হাতকে ‍আরও শক্তিশালী করার প্রত্যয়ব্যক্ত করেন।

পরে বিভিন্ন থানা কমিটি, ওয়ার্ড কমিটির এসব নেতারা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থানে লাখো কণ্ঠে জাতীয় সংগীতের আয়োজনে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।