ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মন্ত্রিসভায় নীতি অনুমোদন

শ্রম আইনে ছুটি বিনোদন বিশ্রাম পাবেন গৃহকর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
শ্রম আইনে ছুটি বিনোদন বিশ্রাম পাবেন গৃহকর্মীরা ছবি: সংগৃহীত

ঢাকা: ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী গৃহকর্মীদের ছুটি, বিনোদন এবং বিশ্রামের ব্যবস্থা রেখে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
সোমবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।


 
মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী গৃহকর্মীদের ছুটি, বিনোদন ও এবং বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে এ নীতিতে।

তিনি জানান, গৃহকর্মীরা মাতৃত্বকালীন ছুটি পাবেন ১৬ সপ্তাহ। এছাড়া শ্রম আইনের আলোকে অন্যান্য ছুটি, বিশ্রাম এবং বিনোদনের ব্যবস্থা থাকবে।

সচিব বলেন, গৃহশ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার। ব্যবস্থাপনা ও তদারকির জন্য থাকবে  শ্রমিক কল্যাণ  ফাউন্ডেশন। সরকার সহায়ক ভূমিকা পালন করবে। সহায়তার জন্য হেল্পলাইন চালু করবে।  
 
মোহাম্মদ শফিউল আলম  বলেন, শ্রমিকদের দৈহিক ও মানসিকভাবে নির্যাতন করা যাবে না। তারা  নির্যাতনের শিকার হলে শ্রম আইন অনুযায়ী বিচার করা হবে।  
 
শ্রমিকদের বেতন এবং কর্মঘণ্টা কতো হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেতন ও কর্মঘণ্টা উভয়পক্ষের  আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
 
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএমএ/এএসএস/এএসআর

** রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভায় অনুমোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।