ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

হাতিয়ায় ২ প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
হাতিয়ায় ২ প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ৫

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় পৌর নির্বাচনের প্রচারণাকালে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী মেয়র প্রার্থীর কর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় চৌমুহনী বাজারে কয়েক দফায় এ সংঘর্ষ হয়।



আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েদ আহমেদ (২৮), আওয়ামী লীগ কর্মী মনিরুল ইসলাম সোহেল (৩৩), বাহার উদ্দিন (৩০) ও মাঈন উদ্দিনের (২৯) নাম জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইউছুফ আলী ও বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট ছাইফ উদ্দিনের কর্মীরা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছিলেন।

এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচ জন আহত হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর লোকজনের ওপর প্রতিপক্ষের কর্মীরা হামলা চালিয়েছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, নির্বাচনী প্রচারণায় বাধা, দলীয় নেতাকর্মীদের মারধরসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী অ্যাডভোকেট ছাইফ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।