ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাশিদুল হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
রাশিদুল হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাধীন ‍বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশিদুল হোসেনের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় বেতার ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, গাজী মাজহারুল আনোয়ার ও রাশিদুল হোসেনের একমাত্র ছেলে মনির হোসেনসহ তার অসংখ্য শুভাকাঙ্খী।

জানাজা শেষে রাশিদুল হোসেনের ছেলে মনির হোসেন বলেন, আমার বাবা ৩৪ বছর চাকরি করেছেন। তার ইচ্ছ‍া ছিল বেতার ভবনে যেন তার জানাজা হয়। আল্লাহর রহমতে তার ইচ্ছা পূরণ হয়েছে।

রাশিদুল হোসেনের সহকর্মী গাজী মাজহারুল আনোয়ার বাংলানিউজকে বলেন, তিনি বয়সে আমার সিনিয়র ছিলেন। হৃদয় দিয়ে ভালবাসতেন আমাদের।

মঙ্গলবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে রাশিদুল হোসেনকে।

এদিকে, প্রথম জানাজা শেষে সকাল ১১টার দিকে এই শব্দসৈনিকের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এমআইএস/ আরএইচএস/আরএইচ

** শব্দসৈনিক রাশিদুল হোসেন আর নেই
** শব্দসৈনিক রাশিদুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।