ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ভয়াবহ আগুন

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।


 
বাজারে আগুনের কারণে পার্শ্ববর্তী ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আড়িয়াবো বাজারের একটি দোকানঘর থেকে আগুনের সূত্রপাত। এক পর্যায়ে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে ছোটাছুটি শুরু হয়।  

স্থানীয়রা দোকানের মালামাল উদ্ধার করে ঢাকা-সিলেট মহাসড়কের উপর রাখায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ডেমরা ও কাঞ্চন ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।