ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুর বস্তিতে আগুনে ৭০টি ঘর ভষ্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
মোহাম্মদপুর বস্তিতে আগুনে ৭০টি ঘর ভষ্মীভূত ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনে বস্তির প্রায় ৭০টি ঘর ভষ্মীভূত হয়েছে।



মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সদর দফতরের উপ সহকারী পরিচালক মামুন মাহমুদ বাংলানিউজকে বলেন, আগুনে প্রায় ৬০ থেকে ৭০টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা রাত ১টা ২০ মিনিটে আগুনের খবর পাই। খবর পাওয়া মাত্রই ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে চেষ্টা চালিয়ে রাত পৌনে ৩টায় আগুন নেভ‍াতে সক্ষম হই।

আগুন কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি। তবে সকাল নাগাদ ক্ষয়ক্ষতি ও হতাহতের বিয়ষটি জানা যাবে।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসইউজে/বিএস

** মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।