ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু নয়ন বাহিনীর প্রধান গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু নয়ন বাহিনীর প্রধান গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

বাগেরহাট: সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু নয়ন বাহিনীর প্রধান ছগির ভান্ডারি গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব সুন্দরবনের বাগেরহাট শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।



এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশি বন্দুক ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দস্যু ছগির ভান্ডরিকে উদ্ধার করে ট্রলারে করে হাসপাতালে আনা হচ্ছে।

সকাল সোয়া ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সুন্দরবনের পানিরঘাট এলকায় দস্যু আস্তানার সন্ধানে অভিযান চলছিল।
 
র‌্যাব-৬ এর সহকারী পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।