ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ক্যাডার নন ক্যাডার বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ক্যাডার নন ক্যাডার বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল এবং ক্যাডার নন ক্যাডার বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।



মানববন্ধনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইকবাল আর্সলান বলেন,  প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বিভিন্ন ক্যাডারের মধ্যে যে সমন্বয় আনা হয়েছিল আমলাতন্ত্রের একটি কুচক্রী মহল সরকারকে বিব্রত ও দেশকে অস্থিতিশীল করতে সেটা ভেঙ্গে দিয়েছে।

ক্যাডার-নন ক্যাডার বৈষম্য সৃষ্টির কারিগর ষড়যন্ত্রকারী আমলাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বিএমএ সভাপতি মাহমুদ হাসান বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটে সমাবেশ করে দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলেও মানববন্ধন থেকে জানানো হয়েছে। এছাড়া আগামী ২৭ ডিসেম্বর সকল অফিসে বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মোবারক আলী, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সহসভাপতি প্রকৌশলী আতাউল মাহমুদসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এইচআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।