ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলশানে আরো ২০ ভবঘুরে-ভিক্ষুক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
গুলশানে আরো ২০ ভবঘুরে-ভিক্ষুক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশান ১ ও ২ নম্বর এলাকা থেকে ২০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



অভিযানে নেতৃত্ব দেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

বাংলানিউজকে তিনি বলেন, গুলশান এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকের কার্যক্রম আগে থেকেই নিষিদ্ধ রয়েছে। তাই এ অভিযান চালানো হলো।

তিনি আরো বলেন, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১, ১০ (২) বিধি অনুযায়ী আটকদের সমাজ সেবা অধিদফতরের হেফাজতে পাঠানো হয়েছে।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন তৈরি করবেন। এরপর প্রকৃত নিরাশ্রয় ব্যক্তিদের পুনবার্সন ও বাকি ‘প্রতারকদের’ বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত গুলশান-২ ও গুলশান-১ নম্বরে অভিযান চালিয়ে ২০ ভবঘুরে-ভিক্ষুককে আটক করা হয়।

 বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এনএইচএফ/জেডএস

** গুলশান থেকে ২০ ভবঘুরে-ভিক্ষুক আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।