ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ১৩৭ জেলেকে পরিচয়পত্র প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সাভারে ১৩৭ জেলেকে পরিচয়পত্র প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার(ঢাকা): জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় সাভার উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে জেলেদের মাঝে পরিচয়পত্র তুলে দেয়া হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে ১৩৭ জেলের মাঝে এ পরিচয়পত্র তুলে দেয়া হয়।



আলোচনা সভায় বক্তারা জেলেদের পরিচয়পত্র প্রদান প্রসঙ্গে বলেন, জেলেরা সমাজের অবহেলিত জাতি। তাই জেলেদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার সম্প্রতি জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় সাভারে প্রথমে ১৩৭ জন জেলের মাঝে পরিচয়পত্র তুলে দিচ্ছে উপজেলা মৎস্য অফিস। পর্যায়ক্রমে সাভার উপজেলায় ১৫০০ জেলের মাঝে পরিচয়পত্র তুলে দেয়া হবে বলে জানান বক্তারা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সলিমুল্লাহ’র আয়োজনে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (ঢাকা বিভাগ) বেগম ফরিদা পারভিন।

বাংলাদেশ সময়:১৪৩৯ ঘণ্টা,ডিসেম্বর ২৩,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।