ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাতখুন মামলার আসামি তারেক সাঈদ ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সাতখুন মামলার আসামি তারেক সাঈদ ঢামেকে ফাইল ফটো

ঢাকা: নারায়গগঞ্জে সাতখুন মামলার অন্যতম আসামি কর্নেল তারেক সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের কেবিন ব্লকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (০৩ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বাংলানি‌উজকে এ তথ্য জানান।



তিনি বলেন, তারেক সাঈদের শরীরের বিভিন্ন স্থানে ব্যাথাজনিত কারণে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে নেওয়ার তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই হত্যা মামলার অন্যতম আসামি তারেক সাঈদ। যার বিচার আদালতে প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।