ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুর বাজারে আগুনে পুড়েছে ১৫টি দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বাঞ্ছারামপুর বাজারে আগুনে পুড়েছে ১৫টি দোকান

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর বাজারে অগ্নিকাণ্ডে ঘর-বাড়িসহ ১৫ দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।



শুক্রবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বাংলানিউজকে জানান, সোনারামপুর বাজারের হালিম সরকার সুপার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওই মার্কেটের পাঁচটিসহ ১২টি দোকান ও পাশের তিনটি বাড়ি পুড়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় জনতার তোপের মুখে পড়ে।

ভুক্তভোগি মার্কেটের মালিক শুক্কুর আলী বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে সর্বমোট ১২টি দোকানের প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।