ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ জিয়াউর রহমান (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কয়লার দিয়ার বাজার থেকে তাকে আটক করা হয়।

জিয়াউর রহমান একই উপজেলার ছোট হাদিনগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে উপজেলার কয়লার দিয়ার বাজার থেকে আগ্নেয়াস্ত্র পাচারের প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ জিয়াউরকে আটক করা হয়। আটক জিয়াউর অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে রাতেই অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।