ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পৃথক সড়ক দুর্ঘটনায় মন্ত্রীর ছেলেসহ নিহত ২১

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
পৃথক সড়ক দুর্ঘটনায় মন্ত্রীর ছেলেসহ নিহত ২১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সারাদেশে শনিবার (৯ জানুয়ারি) ভোর থেকে বিকেল পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে শরিফ রানাসহ ২১ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ঢাকায় ২ জন, টাঙ্গাইলে ৮, চুয়াডাঙ্গায় ৩, জয়পুরহাটে ১, পাবনায় ১, কুমিল্লায় ২, ঝালকাঠিতে ১, বগুড়ায় ১ ও চট্টগ্রামে ২ জন রয়েছেন।



নিহত হওয়ার পাশাপাশি এসব দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। ঘন কুয়াশা ও বেপরোয়া গতিই এসব দুর্ঘটনার কারণ বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
Rana_Shorif
টাঙ্গাইল থেকে বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সুমন রায় জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাত থেকে ভোর পর্যন্ত পৃথক ৮টি দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

এর মধ্যে মহাসড়কের পূর্বপাড়ে ট্রাক-বাস সংঘর্ষে চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। ভোরে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ওপর শরিফ রানাকে বহনকারী পাজেরো জিপ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে শরিফ রানাসহ আরও দুইজন মারা যান।

চুয়াডাঙ্গা থেকে বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জিসান আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকসহ তিনজন নিহত হন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন  বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

জয়পুরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মহিদুল ইসলাম সবুজ জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বেলাল হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সঙ্গী জহুরুল ইসলাম। সকাল ৯টার দিকে আক্কেলপুর-জামালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বেলাল হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের মৃত হবিজ উদ্দীনের ছেলে।

পাবনা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট আবুল কালাম আজাদ জানান, পাবনা সদর উপজেলার মনোহরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সুইট (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। সকাল ৮টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সুইট সদর উপজেলার ছোট মনোহরপুর গ্রামের আজমত আলীর ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশায় পাবনা শহরে যাচ্ছিলেন সুইট। পথে ঈশ্বরদীগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে আহত হন সুইটসহ অটোরিকশার চার যাত্রী। তাদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ  হাসপাতালে নিলে চিকিৎসক সুইটকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মো. রাসেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।   সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন সালাউদ্দিন নামে আরও একজন।   রাসেল হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।

এছাড়া পটিয়ার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের বিনুনিহারা এলাকায় গাড়ির ধাক্কায় মুক্তিযোদ্ধা মো. আবদুল হক (৭০) নিহত হয়েছেন।

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেলের ধাক্কায় কবির তালুকদার (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া সড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কবির উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইউসুচ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার ও হোমলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। দেবিদ্বার উপজেলার গোপালনগরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক দুলাল মিয়া (৩৫) মারা গেছেন।   দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হিরণাল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ব্রিজের কাছে বালুবাহী ট্রলির চাপায় বশির মিয়া (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বশির মিয়া উপজেলার ভিটিকালমিনা গ্রামের জীবন মিয়ার ছেলে।

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বাসচাপায় হাফিজার রহমান(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

জানুয়ারী মঙ্গলবার দুপুর আড়াইটায় সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কে দেবডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজীউল হক গাজী বাংলানিউজকে জানান,  হাফিজার রহমান কুতুবপুর ইউনিয়নের সোলারতাইড় গ্রামের আব্বাস আলীর ছেলে।

ঢাকা: ঢাকার উত্তরার বিমানবন্দর ও শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন এক ব্যক্তি। এছাড়াও শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬/আডটেডেট ১৭১৩
এসআই/এসএইচ/পিসি

** রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
** চুয়াডাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
** আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
** পাবনায় ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত
** রাজাপুরে মোটরসাইকেল ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত
** দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
** টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮
** সড়ক দুর্ঘটনায় ভূমি মন্ত্রীর ছেলেসহ নিহত ৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।