ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেসটিনি কর্মকর্তাদের জামিন আদেশ বহালের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ডেসটিনি কর্মকর্তাদের জামিন আদেশ বহালের দাবি ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লি. চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের জামিনের আদেশ বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ডেসটিনি মানববন্ধন বাস্তবায়ন কমিটি।

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডেসটিনি বিনিয়োগকারী ক্রেতা-পরিবেশকদের উদ্যোগে মানববন্ধন থেকে এ দাবি তুলে ধরা হয়।


এতে সভাপতিত্ব করেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিরাজাম মুনীর।
সিরাজাম মুনীর বলেন, ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লি. চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের জামিনের আদেশ হলেও তা এখনও আপিল বিভাগের আদেশের অপেক্ষায় রয়েছে। আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আমরা দ্রুত তাদের কারামুক্তি দিতে সরকারের সহযোগিতা কামনা করছি।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।