ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‌গৌরনদীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
‌গৌরনদীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ব‌রিশাল: বরিশালের গৌরনদী উপজেলার প‌শ্চিম বেজুহারে বাসের ধাক্কায় রায়হান মাতুব্বর (৩৩) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।

রোববার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-ব‌রিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান পূর্ব বেজুহার এলাকার কাঞ্চন মাতুব্বরের ছেলে।

আহত রিয়া (১৬) ও অনুকে (৪) উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা চি‌কিৎসা মহ‌বিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস এম শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে অটোরিকশাটি মাহিলাড়া থেকে বেজুহারে যাচ্ছিল। এসময় ঢাকাগামী সাকুরা প‌রিবহনের এক‌টি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক রায়হানসহ অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়ার পথে রাহয়ানের মৃত্যু হয়। বাকীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, বাসটি আটক করা গেলেও চালক এবং হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।