ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে চলছে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
রাঙামাটিতে চলছে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট

চট্টগ্রামের মতো রাঙামাটিতেও ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

রাঙামাটি: চট্টগ্রামের মতো রাঙামাটিতেও ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটের কারণে রাঙামাটি থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। জেলা সড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি মঈনুদ্দীন সেলিম ও রাঙামাটি অটোরিকশা শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ৯ দফা দাবি আদায়ে চট্টগ্রামের মতো আমরাও রাঙামাটিতে ধর্মঘট পালন করছি।

তবে বিকল্প কোন বাহন না থাকায় জনসাধারণের দুর্ভোগ দূর করার জন্য রাঙামাটিতে ধর্মঘটের সময় কমিয়ে সন্ধ্যা পর্যন্ত রাখার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।