ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জুড়ি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
জুড়ি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজারের জুড়ি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে জুড়ির শাহজালাল কমিউনিটি সেন্টারে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহ জালালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।