ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
কামারখন্দে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল হোসেন (৪২) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল হোসেন (৪২) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শ্যুটারগান, সাতটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

বুধবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল হোসেন বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার হাসিবুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ঝাঐল ওভার‍ ‍ব্রিজ এলাকায় সংঘবদ্ধ ডাকাতরা প্রস্তুতি নিচ্ছেন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের সর্দার দুলাল গুলিবিদ্ধ হয় এবং অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

পরে  গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দারকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন জানান, নিহত দুলালের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, বেলকুচি ও কামারখন্দ থানায় ডাকাতির অভিযোগে নয়টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।