ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ল্যান্ড কমিশন) আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

খাগড়াছড়ি: সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ল্যান্ড কমিশন) আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের টাউল হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।

বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ, সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম মনির, সহ সভাপতি দেলোয়ার সোহাগ, জেলা শাখার সিনিয়র সহ সভাপতি তাহেরুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ।

মানববন্ধনে বক্তারা সংশোধিত ভূমি কমিশন আইনসহ পার্বত্য চুক্তি বাতিলের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।