ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিত্যক্ত ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
পরিত্যক্ত ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুর কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে তহমিনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে তহমিনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

তাহমিনা দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের ব‍াসিন্দা ও সৈয়দপুর কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক সাইদুল হকের শাশুড়ি।

কলেজ সূত্রে জানা যায়, শহরের শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত সৈয়দপুর কলেজের ছাত্রাবাসটি জরাজীর্ণ হয়ে পড়লে পাঁচ বছর আগে গণপূর্ত বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু সেখানে অবৈধভাবে বসবাস করতেন সাইদুল হক। মেয়ের জামাই বাড়িতে বেড়াতে আসা তহমিনা বেগম ছাদে শুকাতে দেওয়া কাপড় নামাতে গেলে একপর্যায়ে তিনি পা পিছলে ছাদ থেকে পড়ে যান।

সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান জানান, পরিত্যক্ত ছাত্রাবাসটিতে কেউ বসবাস করছেন সে বিষয়ে জানতেন না তিনি। তবে মৃত্যুর ঘটনাটি তিনি শুনেছেন বলে জানান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।