ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ৪ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
মাধবপুরে ৪ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড‍াদেশ দিয়েছেন আদালত।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড‍াদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় দেন।

 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৯ আগস্ট মাধবপুর বাজার থেকে ৯৪ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে ওই দিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে এ রায় দেন বিচারক।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে চমক পাঠান ও প্রিয়তোষ চক্রবর্তী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি গাজিউর রহমান ও ফজলুল করিম দীর্ঘদিন ধরে পলাতক।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।