ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে কারখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
হাজারীবাগে কারখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগে একটি মানিব্যাগ কারখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- হেদায়েত (৬), আসাদুল (১৭), তানজিদ (১২) ও সজিব (১৩)।

ঢাকা: রাজধানীর হাজারীবাগে একটি মানিব্যাগ কারখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- হেদায়েত (৬), আসাদুল (১৭), তানজিদ (১২) ও সজিব (১৩)।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় হাজারীবাগ ভাগলপুর লেন পার্কের পাশে মানিব্যাগ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

কারখানায় সামনে গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।

দগ্ধ তানজিদের বড় ভাই আরিফুর বাংলানিউজকে জানান, মানিব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের পরপরই তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আসাদুল ছাড়া সবার অবস্থাই গুরুতর। বর্তমানে সবাই ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আসাদুল ও সজিব ওই কারখ‍ানায় শ্রমিক বলে জানা যায়। কারাখানার মালিকের নাম শাহ আলম।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬/ আপডেট: ২০৪০ ঘণ্টা
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।