ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘অন্যরা জিজ্ঞেস করে, বাংলানিউজ এতো দ্রুত খবর কীভাবে দেয়?’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
‘অন্যরা জিজ্ঞেস করে, বাংলানিউজ এতো দ্রুত খবর কীভাবে দেয়?’ ছবি: আবু বকর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলানিউজে দ্রুত খবর উঠে গেলে অন্য সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা জিজ্ঞেস করেন, ভাই আপনারা এতো দ্রুত খবর কীভাবে প্রচার করেন?

সিলেট থেকে: বাংলানিউজে দ্রুত খবর উঠে গেলে অন্য সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা জিজ্ঞেস করেন, ভাই আপনারা এতো দ্রুত খবর কীভাবে প্রচার করেন?

এ কথা জানিয়েছেন বাংলানিউজের টাঙ্গাইলের মধুপুর উপজেলা করেসপন্ডেন্ট এসএম শহীদ। তিনি শুক্রবার (২ ডিসেম্বর) সকালে এক্সেল‌সিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে বাংলানিউজের 'ক‌রেসপ‌ন্ডেন্টস মিটে' বক্তৃতা করছিলেন।

এসএম শহীদ বলেন, বাংলানিউজে প্রকাশিত খবর অন্যরা সবসময় কপি করে। তারা আবার জানতে চায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম এতো দ্রুত কীভাবে খবর প্রচার করে? তারা অবাক হয়।

শহীদ এমন প্রতিষ্ঠানে কাজ করতে পেরে নিজের গর্ববোধের কথা প্রকাশ করেন।

মিটে নাটোর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মামুনুর রশীদ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করে যেটা পাইনি, বাংলানিউজে কাজ করে সে আনন্দটা পেয়েছি। সব ডিপার্টমেন্টে সবার সঙ্গে পরিচিত হতে পেরেছি, এটা অভূতপূর্ব অনুভূতি।

সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট স্বপন চন্দ্র দাস বলেন, ১২ বছর ধরে সাংবাদিকতা করছি। এখনও নিজেকে সাংবাদিক মনে হয় না। বাংলানিউজে কাজ করার পর থেকেই নিজেকে সাংবাদিক হিসেবে মনে হয়। সারাজীবন নিজেকে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রাখতে চাই।

লালমনিরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট খোরশেদুল আলম সাগর বলেন, আলাদীনের চেরাগের মতো বাংলানিউজে নিয়োগ পেয়েছি। আগে আমাকে কেউ চিনতো না। বাংলানিউজে কাজ শুরু করার পর থেকে এখন অন্য মিডিয়ার প্রতিনিধিরাই আমাকে খোঁজেন।

শেরপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহাঙ্গীর তালুকদার বলেন, বাংলানিউজ কর্ম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এ প্রতিষ্ঠানের সঙ্গে সারাজীবন কাজ করতে চাই।

প্রথমবারের মতো বিভিন্ন জেলা ও বিভাগীয় করেসপন্ডেন্টদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত রয়েছেন বাংলা‌নিউজের এ‌ডিটর ইন চিফ আলমগীর হো‌সেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কান্ট্রি এডিটর শিমুল সুলতানা। তিনি করেসপন্ডেন্টদের উদ্দেশে বেশ কিছু দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

ল’ এডিটর এরশাদুল আলম প্রিন্সের সঞ্চালনায় এ মিটে আরও উপস্থিত রয়েছেন সিলেটের স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট না‌সির উ‌দ্দিন, ডিভিশনাল সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন।

এ মিটে ৩২ জন জেলা ও উপজেলা করেসপন্ডেন্ট অংশ নিয়েছেন।

** ঢাকার বাইরে এ করেসপন্ডেন্টস মিট নজির হয়ে থাকবে
** বাংলানিউজের প্রতিটি করেসপন্ডেন্টকে হতে হবে উদাহরণ
** সিলেট অফিসে আরও এগিয়ে যাবে বাংলানিউজ
** বাংলা‌নিউজের ক‌রেসপ‌ন্ডেন্টস মিট শুরু

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এনটি/আরবি/এসএ/এটি/এসএইচ/এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।