ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ভারতীয় কিশোরীকে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
বেনাপোলে ভারতীয় কিশোরীকে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট দিয়ে বৈশাখী কান্ডারী (১৬) নামে এক কিশোরীকে ৬ মাস পর ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতে হস্তান্তর করা হয়েছে।

বেনাপো(যশোর): বেনাপোল চেকপোস্ট দিয়ে বৈশাখী কান্ডারী (১৬) নামে এক কিশোরীকে ৬ মাস পর ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।

সে ভারতের উত্তর ২৪ পরগণার গুসবা থানার জতিরামপুর গ্রামের মৃত অরুণ কান্ডারীর মেয়ে।

এর আগে ওই কিশোরীকে এনজিও সংস্থা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা ভারতে ফেরত দেওয়ার জন্য কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বেনাপোল ইমিগ্রেশনে নিয়ে আসে।

মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কাউন্সিলর নুরুন্নাহার বাংলানিউজকে জানান, ওই কিশোরী প্রেমের টানে ৬ মাস আগে সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আসে। পরে তার বিয়ে হয়। কিন্তু সে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিয়ের বৈধতা হয়নি। তার অবিভাবক মেয়েকে ফিরে পাওয়ার জন্য আবেদন করলে একপর্যায়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিট আইনে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন কিশোরীর ফিরে যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।