ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাঁজার পাহাড় মাড়িয়ে বড় সাফল্য এলো ঢাকা জেলায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
গাঁজার পাহাড় মাড়িয়ে বড় সাফল্য এলো ঢাকা জেলায়

গাঁজার নৌকা পাহাড় ডিঙ্গায়! তেমনি গাঁজার স্তূপ দিয়ে মুখই ঢেকে যাওয়ার উপক্রম গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের। পরে সেখান থেকে কিছু কমিয়ে অতঃপর ছবি তোলা।

গাঁজার নৌকা পাহাড় ডিঙ্গায়! তেমনি গাঁজার স্তূপ দিয়ে মুখই ঢেকে যাওয়ার উপক্রম গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের। পরে সেখান থেকে কিছু কমিয়ে অতঃপর ছবি তোলা।

ইয়াবার ভিড়ে ক্রমেই যে গাঁজার পাহাড় সাভার আশুলিয়ার আকাশ ছুঁই ছুঁই। এমন তথ্য আগেই ছিলো পুলিশ কর্মকর্তাদের। আর সেটা ক্রমশই মাথা ব্যথার কারণ হচ্ছিলো।

‘মাথা না কেটে গাজাঁর পাহাড়কে ছেঁটে সমতলে অবস্থানে আনতে শুরু করি অভিযান। হাতেও আসতে শুরু করেছে একের পর এক সফলতা’। বাংলানিউজকে এমনটিই বলছিলেন ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এএফএম সায়েদ।

চার মাস আগে ঢাকা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগ দেন শাহ মিজান শাফিউর রহমান। তারপর থেকে ঘোষণা দেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।

শুরু হয় অভিযান। শুক্রবার (০২ ডিসেম্বর) বিশেষ অভিযান চালানো হয় সাভারের হেমায়েতপুরে।

ঋষিপাড়ায় একটি বাড়িতে হানা দিয়ে ছানাবড়া গোয়েন্দা পুলিশের চোখ।
সেখানে বালিশের ভেতরে গাঁজা, তোষকের ভেতরে গাঁজা, লেপের ভেতরে গাঁজা। যেন গাঁজার খনি।

জব্দ করে সেই গাঁজার একটি অংশ আলামত হিসেবে আনা হয় গোয়েন্দা কার্যালয়ে।

আমরা প্রাথমিকভাবে দু'জনকে আটক করেছি। মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে। যেকোনো মূল্যে গাঁজা বিক্রেতা ও গাঁজাখোরদের দমন করা হবে। যোগ করেন ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এএফএম সায়েদ।

ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাংলানিউজকে জানান, গাঁজার বিরুদ্ধে পরিচালিত অভিযান এটাই এখন পর্যন্ত বড় সাফল্য।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।