ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
কেরানীগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০৩ ডিসেম্বর) সকালে উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস) ও কেরানীগঞ্জ মহিলা উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এডাব’।

কেরানীগঞ্জ কেএইচআরডিএস ঢাকা জেলার নির্বাহী সদস্য সৈয়দা শামীমা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্‌ খুশী।

এ সময় আরও বক্তব্য রাখেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সমাজ সেবক আসরারুল হক আসু, ইউপি সদস্য মো. রফিক, মো. শাহীন ও তানিয়া আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।