ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ভারতীয় শাড়িসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
চুয়াডাঙ্গায় ভারতীয় শাড়িসহ আটক ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গায় মাইক্রোবাস ভর্তি বিপুল সংখ্যক ভারতীয় শাড়িসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাইক্রোবাস ভর্তি বিপুল সংখ্যক ভারতীয় শাড়িসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (০৩ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা নদর উপজেলার হিজলগাড়ী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে নাজমুল হক রাজীব (৩০), মামুনুর রহমান (২৫), জয়রামপুর শেখপাড়ার মুনসুর আলীর ছেলে বকুল (২৫), দরআশনা পুরাতন বাজারের বরিউল ইসলামের ছেলে আমিনুল ইসলাম আমিন (২৭), দক্ষিণ চাঁদপুরের মোতালেবের ছেলে বাবু (২৮) ও একই গ্রামের আজিবরের ছেলে আরিফ (২৫)।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধম্যে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এএসপি) ছুফী উল্লাহ ‌আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হিজলগাড়ী ও বেগমপুর ক্যাম্প পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে হিজলগাড়ী বাজার থেকে একটি মাইক্রোবাস ভর্তি ভারতীয় ৩০০ পিস শাড়িসহ ছয় জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।