ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অগ্নিকাণ্ডে আহত ৩ নারী ঢামেক হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
 গাজীপুরে অগ্নিকাণ্ডে আহত ৩ নারী ঢামেক হাসপাতালে

গাজীপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে আহত তিন নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা: গাজীপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে আহত তিন নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে মাইক্রোবাসে যোগে তাদের ঢামেক হাসপাতলে আনা হয়।

আহত তিনজন হলেন- মায়া (২৭), মৌসুমী (২৬) ও নিলুফা (২৭)।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বিকন নিটওয়ার লিমিটেড (ডটকম) নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানা থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পৌঁছানোর আগেই কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এজেডএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।