ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
কালীগঞ্জে ৩ অস্ত্র ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের রেলগেট এলাকা থেকে ১৩টি এয়ারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের রেলগেট এলাকা থেকে ১৩টি এয়ারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১২ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার আন্দরিয়া গ্রামের আশরাফুলের ছেলে ইখতার উদ্দীন (৩৫), একই গ্রামের আমিনুর রহমানের ছেলে আসাদ আলী (৩২) ও আশাদুলের ছেলে জসিম উদ্দীন (৩৭)।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিজউকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের রেলগেট এলাকায় অভিযান চালিনো হয়। এসময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৩টি ভারতীয় এয়ারগানসহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায়ীরা জ‍ানান, তারা মহেশপুর বর্ডার থেকে ভারতীয় অস্ত্র কিনে যশোরের চৌগাছা ও কোটচাঁদপুরে বিক্রি করার জন্য যাচ্ছিলেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ১০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।