ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক নিরাপত্তামূলক র‌্যালি ও আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ঝিনাইদহে সড়ক নিরাপত্তামূলক র‌্যালি ও আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহে সড়ক নিরাপত্তামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহে সড়ক নিরাপত্তামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী জিয়াউর রহমান, জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সুলতান আহম্মেদ, নিসচা’র সভাপতি সুর্ষেন্দ কুমার ভৌমিক, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, জেলা বিআরটি’র সহকারী পরিচালক আলী আহসান মিলন, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।