ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ইসি পুনর্গঠন নিয়ে ১৮ ডিসেম্বর বিএনপিকে ডেকেছেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ইসি পুনর্গঠন নিয়ে ১৮ ডিসেম্বর বিএনপিকে ডেকেছেন রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত

ইসি (নির্বাচন কমিশন) পুনর্গঠন নিয়ে আগামী ১৮ ডিসেম্বর বিএনপিকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

ঢাকা: ইসি (নির্বাচন কমিশন) পুনর্গঠন নিয়ে আগামী ১৮ ডিসেম্বর বিএনপিকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

এছাড়া একই ইস্যুতে ২০ ডিসেম্বর জাতীয় পার্টি (জেপি), ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক শ্রমিক জনতা লীগ, ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের ( ইনু) সঙ্গে বৈঠক করবেন তিনি।

বিএনপির সঙ্গে ১৮ ডিসেম্বর বেলা সাড়ে চারটায় বৈঠক হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নুল আবেদীন। আজই দলগুলোর কাছে এ ব্যাপারে চিঠি যাচ্ছে বঙ্গভবন থেকে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।