ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদের কারণ ও উৎস খুঁজে বের করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
সন্ত্রাস-জঙ্গিবাদের কারণ ও উৎস খুঁজে বের করতে হবে ছবি: সংগৃহীত

সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণ ও উৎস খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে বিশ্বব্যাপী...

ঢাকা: সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণ এবং উৎস খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে বিশ্বব্যাপী উদ্বেগজনক সমস্যা উল্লেখ করে তিনি বলেছেন, এটি সভ্যতাবিনাশী প্রবণতা।

যা নির্মূলে আগে এর কারণ ও উৎস খুঁজে বের করতে হবে। প্রতিকারের উপায় নিরূপন করতে হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের শেখ হাসিনা অডিটরিয়ামে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৬’র সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কোনো ধরনের জঙ্গি ও সন্ত্রাসবাদ বাংলার মাটিতে হতে দেবো না। আমাদের সরকার সন্ত্রাস-জঙ্গি দমনে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে সক্ষম হয়েছে। গড়ে উঠেছে সামাজিক প্রতিরোধ। এছাগা আইনশৃঙ্খলা বাহিনীও জঙ্গি দমনে সদা প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।