ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
 নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।

নাটোর: নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শাহিনা খাতুন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার উপ-পরিচালক একে এম আজাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।

অপরদিকে দিবসটি উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।